বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৮

মহেশপুরে আগুনে ১০ বাড়ি পুড়ে ছাই  

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে প্রতিনিধির পাঠানো ছবি


ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও পান্তাপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যন ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার রাতে পান্তাপাড়া গ্রামে আব্দুর রাজ্জাক এর ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সামেলা, মইন্দিন,সজিব,বাবু,ইউনুচ,নান্নু,আলমগীর,জমির সহ আহারজানের ১০টি ঘরে আগুন লেগে পুড়ে যায়। বাড়ীর লোকজন ঘর হতে বের হতে পারলেও জিনিসপত্র রক্ষা করতে পারেনি। পরে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এদিকে আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাশ্বতী শীল আগুনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ৫০ কেজি করে চাল , ডাল, তেল ও নিত্যপ্রয়োজীয় পণ্যসহ কম্বল বিতারণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১