বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৮

পীরগঞ্জে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পীরগঞ্জে মনোনয়নপত্র দাখিল করা ৮ প্রার্থী সংগৃহীত ছবি


সংসদীয় আসনের মধ্যে ভিআইপি আসন হিসেবে পরিচিত রংপুরের পীরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রধানমন্ত্রী শেখহাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীএমপিসহ ৮ জন মনোনয়ন দাখিল করেছেন। সহকারী রিটার্নিংঅফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম এ মমিন জানান, আজ বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থী হিসেবে যারা মনোনয়ন দাখিল করেছেন, তারা হলেন- রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুলইসলাম (বিএনপি), হুমায়ুন ইজাজ লেভিন (এনপিপি), অধ্যাপক কামরুজ্জামান (সিপিবি), মাওঃ বেলাল হোসেন (ইসলামীশাসনতন্ত্র আন্দোলন),  এজিএম মাসুদ সরকার মজনু (বি এন এফ) ও খলিলুর রহমান সরকার (বিএনপি)।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখহাসিনা ও ড. শিরীন শারমিন চৌধুরী এবং আজ বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে ৬ জনমনোনয়নপত্র দাখিল করেন। এদিকে রংপুর জেলা বিএনপির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সহিদুল ইসলাম মন্ডল সেবু, থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদন্নবী চৌধুরী পলাশ, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, সাংগাঠনিক সম্পাদক সাইফুল আজাদ মন্ডল,পৌর বিএনপিরসহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুদু,  সাংগাঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, জেলা যুবদলের সহ-সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবদলের সাংগাঠনিক সম্পাদক হোসেন আলী, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মিয়াসহ ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১