আপডেট : ২৮ November ২০১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। দুমড়ে মুচড়ে যাওয়া ওই গাড়িটির মালিক জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল। তার বাড়ি উপশহর এলাকায়। জানা গেছে, গাড়ির মালিকের মেয়েকে বিশ্ববিদ্যালয় চারুকলায় নামিয়ে দেওয়ার পর ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। কপোতাক্ষ নামের ট্রেনটি বেলা ২টা ১০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে খুলনার দিকে যাচ্ছিল। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, ‘চালকের অসাবধানতায় এ দূর্ঘটনা ঘটেছে। বিষয়টি শুনেই ঘটনাস্থলে চলে আসি। এ বিষয়ে আরো সাবধানতা অবলম্বন করতে হবে’।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১