বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৮

বান্দরবানে মনোনয়নপত্র জমা দিলেন বীর বাহাদুর ও সাচিং প্রু জেরী

বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং এমপি মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রতিনিধির পাঠানো ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা।

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বীর বাহাদুর উশৈসিংএমপি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দাউদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি ক্যশৈহ্লা মারমা ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর বিকেল ৩টায় বিএনপি দলীয় মনোনিত প্রার্থী সাচিং প্রু জেরী মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি নেতা উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ডনাই প্রু নেলী ও ইসলামী আন্দোলনের জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি শওকতুল ইসলাম।

এর পরে অন্যান্য অন্যান্য দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১