বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৮

ভয়াবহ অগ্নিকাণ্ডে যমুনা সার কারখানার শত কোটির টাকার যন্ত্র পুড়ে ছাই

এক বছরের জন্য বন্ধ উৎপাদন থাকতে পারে

জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানা ছবি : বাংলাদেশের খবর


কেপিআই-১ মানসম্পন্ন দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার (জেএফসিএল) প্রায় শত কোটি টাকার যন্ত্র পড়ে গেছে।

গতকাল মঙ্গলবার ভোর ৫.৪০টার দিকে কারখানার অ্যামোনিয়া শাখার পি-হিটারে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। এতে মুহূর্তেই অ্যামোনিয়া গ্যাস প্রক্রিয়াজাত করণের প্রধান যন্ত্র পি-হিটার, সমস্ত ক্যাবল ও আশেপাশের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পড়ে ছাই হয়ে যায়। কর্তৃপক্ষের অসর্তকতার কারণে পি-হিটারটি অতিরিক্ত তাপে অগ্নিকাণ্ড ঘটে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কারখানা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। এতে উত্তরাঞ্চলের ২০টি জেলার সারের চাহিদা মেটানো এ কারখানায় আগামী এক বছরের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ থাকার শঙ্কা দেখা দিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কারখানায় জরুরী বৈঠক চলায় অগ্নিকাণ্ডের বিষয়ে কর্তৃপক্ষের পুরোপুরি বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে মুঠোফোনে ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) গোলাম রব্বানী জানান, ‘আগুন শুরু এক ঘন্টার মধ্যেই কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্তের বিষয়, এখনই পুরোপুরি কোনোকিছু নিশ্চিত বলা যাচ্ছে না।’

অভিযোগ রয়েছে, যমুনা সার কারখানাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে বারবার যান্ত্রিক ত্রুটি দেখিয়ে উৎপাদন বন্ধ রাখা হয়। গত ৮-১০দিন ধরে যন্ত্রাংশ মেরামতের নামে উৎপাদন বন্ধ ছিল। দু-একদিনের মধ্যে কর্তৃপক্ষ উৎপাদন চালুর সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে রহস্যজনক কারণে অগ্নিকানণ্ড ঘটে পুড়ে যায় শত কোটি টাকার মূল্যবান যন্ত্র।

জেএফসিএল সিবিএ’র সাধারণ সম্পাদক শাহজাহান আলী জানান, পি-হিটার আগুনে পুড়ে যাওয়ায় পুরো কারখানায় হাহাকার বিরাজ করছে। শ্রমিক-কর্মচারীরা শঙ্কায় ভোগছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১