বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০১৮

নাঙ্গলকোটে মাছ ব্যবসায়ী নিখোঁজ

নিখোঁজ মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন সংগৃহীত ছবি


নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা নাঙ্গলকোটে ১২ দিন ধরে এক মাছ ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় আজ সোমবার নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানের জন্য নাঙ্গলকোট থানায় জিডি করা হয়েছে। জিডি নং- ৯৫০। সূত্র জানায়, উপজেলার রায়কোট উত্তর ইউপির দক্ষিণ মাহিনী মজুমদার বাড়ির আমির হোসেন মজুমদারের বড় ছেলে দেলোয়ার হোসেন  (৬৫) গত ১৪ নভেম্বর মাছ নিয়ে নোয়াখালীতে বিক্রির জন্য যান। এরপর দুই দিন তার মোবাইল ফোন খোলা থাকেলেও ১৬ নভেম্বরের পর থেকে তাকে খোঁজই পাওয়া যাচ্ছে না।

দেলোয়ারের পরিবাররের মধ্যে ৫ মেয়ে এক পুত্র সন্তান রয়েছে। এই বিষয়ে দেলোয়রের ছেলে মছুম মজুমদার জানান, তার বাবার নিখোঁজ হন ১২ দিন পূর্বে। এর পর  বিভিন্ন আত্নীয়-স্বজনদের বাড়ীতে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। যে কারণে নাঙ্গলকোট থানায় সাধারন ডায়েরী করি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১