বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০১৮

চরফ্যাসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভায় হামলা

৩টি মটরসাইকেলে অগ্নিসংযোগ : আহত-১০

অগ্নিসংযোগে পুড়ে যাওয়া মটর সাইকেল ছবি : বাংলাদেশের খবর


ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়শাবাদ গ্রামে আজ সোমবার বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভায় হামলা চালানো হয়েছে। এতে অন্তত বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছে। এ সময় ৩টি মটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়।

চরফ্যাসন উপজেলা বিএনপির সভাপতি আলমগীর মালতিয়া অভিযোগ করেন, ‘বিএনপির সাবেক এমপি ও ভোলা-৪ আসনের সম্ভব্য প্রার্থী নাজিম উদ্দিন আলমের আগমণ উপলক্ষে আয়শাবাদ গ্রামে জামাল মেম্বারের বাড়ি বিএনপির একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর করে এবং তিনটি মটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়’।

চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় বিএনপির জামাল ও রফিক গ্রুপের মধ্যে অভ্যান্তরীণ কোন্দলের জেরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে আওয়ামী লীগের কেউ জড়িত নয়’।

এদিকে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১