বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০১৮

লামায় মদ পাচারকালে ৩ নারী আটক

চোলাই মদসহ আটককৃত ৩ নারী ছবি : বাংলাদেশের খবর


লামায় মদ পাচারকালে ৪০ লিটার চোলাইমদসহ ৩ নারীকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। আজ সোমবার সকালে লামা পৌরসভার মধুঝিরিস্থ জীপ স্টেশন হতে তাদের গ্রেফতার করা হয়। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, এসআই মাসুদ সিকদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় ৪০ লিটার চোলাই মদসহ ৩ নারীকে আটক করা হয়। তাদের  বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মংপ্রু মার্মার স্ত্রী আওয়াইং মার্মা (৩০), কক্সবাজার পৌরসভার টেকপাড়ার এলাকার প্রদীপ দাসের স্ত্রী সুমা মার্মা (২৭) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের থুলাসিং মার্মার স্ত্রী হ্লাসিং মার্মা (২৩)। 

পুলিশের এসআই মাসুদ সিকদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। এ সময় লামা পৌরসভার মধুঝিরিস্থ জীপ স্টেশনে গ্রেফতারকৃত ৩ নারীর কাছে গচ্ছিত ব্যাগ হতে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করি। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ২২ এর (গ) ধারায় মামলা করা হয়েছে। মামলা নং- ১০, তারিখ- ২৬ নভেম্বর ২০১৮ইং। গ্রেফতারকৃতদের বিকেলে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১