আপডেট : ২৬ November ২০১৮
                                
                                         একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।  দলের যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারকে বরিশাল-৫ আসনের টিকিট দিয়ে চিঠি মনোনয়ন চিঠি বিতরণ শুরু করেছে দলটি। আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি নিয়ে বের হন সরোয়ার। আজ বিকাল ৪টা থেকে চিঠি দেওয়া শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই সরোয়ার চিঠিটি নিয়ে বের হন। তিনি আজই বরিশালের উদ্দেশে রওনা হবেন। আগামীকাল তিনি নিজ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১