বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০১৮

ব্রেক্সিটে ইইউ-যুক্তরাজ্য সমঝোতা


ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) চুক্তি গতকাল রোববার অনুমোদন করেছেন ইইউ নেতারা। একই সঙ্গে চুক্তিটির প্রশ্নে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে সমর্থন দেওয়ার জন্য দেশটির নাগরিকদের আহ্বান জানিয়েছেন তারা।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের নেতারা ব্রাসেলস সম্মেলনে এক ঘণ্টারও কম সময়ের আলোচনায় ব্রেক্সিট চুক্তিতে সম্মত হন। চুক্তিটি এখন যুক্তরাজ্যের পার্লামেন্টে পাস হতে হবে।

এর আগে শনিবার জিব্রালটার নিয়ে স্পেনের শেষ মুহূর্তের উদ্বেগ দূর হওয়ার পর চুক্তি অনুমোদন পাওয়ার পথে সব বাধা দূর হয়ে যায়। পরে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক টুইটারে নেতারা চুক্তিটি অনুমোদন করেছেন বলে ঘোষণা করেন।

যুক্তরাজ্য ২০১৯ সালের ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার তারিখ নির্ধারণ করেছে।

২০১৬ সালের জুনে অনুষ্ঠিত এক গণভোটে ইইউ ছাড়ার পক্ষে ৫১ দশমিক ৯ শতাংশ ভোট পড়ার পর যুক্তরাজ্য ইইউ ছাড়ার শর্তগুলো নিয়ে আলোচনা শুরু করে। এরপর দু’পক্ষে ১৮ মাসেরও বেশি সময়ের আলোচনার পর এ ব্রেক্সিট চুক্তি হলো। রোববার ইইউ নেতারা আনুষ্ঠানিকভাবে ৬০০ পাতার এ পাকা চুক্তি করেন। এতে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিভিন্ন নির্দেশনা আছে। এ ছাড়াও আছে দু’পক্ষের ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়ে ২৬ পাতার একটি ঘোষণাপত্র।

যুক্তরাজ্যের পার্লামেন্টে ডিসেম্বরের শুরুর দিকেই চুক্তিটি নিয়ে ভোট হবে বলে আশা করা হচ্ছে। তবে এটি যে পাস হবেই এমন কোনো নিশ্চয়তা নেই। বিরোধী দল লেবার পার্টি ও অন্য দলগুলোসহ অনেক কনজারভেটিভ এমপিরও চুক্তির বিপক্ষে ভোট দেওয়ার আশঙ্কা আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১