বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০১৮

অপূর্ব ও তিশার মেইনস্ট্রিম প্রেম


তরুণ নাট্যনির্মাতা রাহাত মাহমুদ অপূর্ব ও তানজিন তিশাকে নিয়ে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘মেইনস্ট্রিম প্রেম’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তানজিন তিশা। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে সেট ফেলে নাটকটির বিভিন্ন দৃশ্যের ধারণকাজ সম্পন্ন হয়েছে।

অভিনয় প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, রাহাত মাহমুদের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তরুণ নির্মাতারা অনেক আগ্রহ নিয়ে নাটক নির্মাণে আসেন। তারা চেষ্টা করেন সব সময়ই ভালোভাবে কাজ করতে। আমি একজন শিল্পী হিসেবে নতুনদের, তরুণদের সহযোগিতা করে আসছি। কারণ আমিও একজন অভিনেতা হিসেবে নতুন ছিলাম, আমাকে সিনিয়ররা সহযোগিতা করেছেন বলেই আমি আজকের অপূর্ব হতে পেরেছি। তাই নতুন যারা শিল্পী বা নির্মাতা হিসেবে কাজ করতে আসেন তাদের আমি সব সময়ই সহযোগিতা করার চেষ্টা করি।

অপূর্ব বলেন, নির্মাতা যদি তার মেধা দিয়ে কাজটি করে নিতে পারেন তাহলে অবশ্যই ভালো করবেন। রাহাত মাহমুদের জন্য শুভ কামনা। আর তানজিন তিশা আগের চেয়ে অভিনয়ে সত্যিই অনেক ভালো করছে। তার এই ধারাবাহিকতা বজায় রাখা উচিত।’

তানজিন তিশা বলেন, ‘মেইনস্ট্রিম প্রেম’ নাটকটির গল্প একেবারেই ভিন্ন রকম। আমার বিশ্বাস গল্পের কারণেই নাটকটি দর্শকের বেশি ভালো লাগবে। সঙ্গে অপূর্ব ভাই এবং আমার অভিনয় তো আছেই। অপূর্ব ভাই সবসময়ই অনেক সহযোগিতাপরায়ণ। তার কাছ থেকে অভিনয়ের অনেক কিছুই শেখার আছে। সত্যি বলতে কী আমার সহশিল্পী হিসেবে যারা কাজ করেন তাদের কাছ থেকে আমি প্রতিনিয়তই কিছু না কিছু শেখার চেষ্টা করি, যা আমার অভিনয়ের জন্য অনেক সহায়ক।’

রাহাত মাহমুদ জানান, আসছে ভালোবাসা দিবসে নাটকটি গাজী টিভিতে প্রচার হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১