 
                        আপডেট : ২২ November ২০১৮
 
                                
                                         নরসিংদীতে শহরের পশ্চিমকান্দা পাড়ায় এলাকায় প্রকাশ্য দিবালোক সন্তানের গলায় ছুরি রেখে এক বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, সকাল ১১টার দিকে ৪/৫ জনের একটি ডাকাত দল পশ্চিমকান্দা পাড়া এলাকার স্বপন সাহার বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের জন্য সন্তানের গলায় ছুরি চালানোর চেষ্টা করে। পরে আলমারিতে থাকা নগদ ৬০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরির্দশন করেন। স্বপনের সাহার স্ত্রী জানিয়েছেন, হঠাৎ ৪/৫ জন লোক অস্ত্র-সস্ত্র নিয়ে বাসায় ঢুকে পড়ে। কোন কিছু বুঝে উঠার আগেই তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে টাকা ও স্বর্নালঙ্কার বের করে দেয়ার জন্য আমার সন্তানের গলায় ছুরি চালানোর চেষ্টা করে। পরে বাধ্য হয়েই কোথায় কি আছে, তা বলে দিই। পরে তারা আলমারি থেকে সব কিছু লুট করে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, বিষয়টি খোঁজ নেয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। এখানে চুরি, ডাকাতি নাকি অন্য বিষয় রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১