আপডেট : ২০ November ২০১৮
চট্টগ্রামের আকবরশাহ থানার বিশ্ব কলোনীতে মেয়ের গৃহশিক্ষকের হাতে খুন হয়েছেন গৃহিণী। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহিণীর নাম শাহানা বেগম (৩৫)। এ ঘটনায় ঘাতক গৃহশিক্ষক শাহজাহানকে আটক করেছে পুলিশ। আকবরশাহ থানার ওসি জসিম উদ্দিন জানান, শাহজাহান শাহানা বেগমের মেয়ে তানজিনাকে (১৬) বাসায় গিয়ে পড়াতেন। শাহাজাহান তানজিনার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেন। পরে বিষয়টি তার মা শাহানা বেগম ও বাবার নজরে আসে। এরপর তারা শাহজাহানকে বাসায় আসতে নিষেধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে শাহজাহান আজ মঙ্গলবার তাদের বাসায় যান। ধারালো অস্ত্র দিয়ে শাহানা বেগম ও তার স্বামীকে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা শাহজাহানকে আটক করে। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তানজিলার মা শাহানা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১