বাংলাদেশের খবর

আপডেট : ২০ November ২০১৮

২০২৫ সালের মধ্যে তিনগুণ হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিজিটাল অর্থনীতি


আগামী সাত বছরের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিজিটাল অর্থনীতি তিনগুণ হবে বলে আভাস দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির ‘ই-ইকোনমি সাউথইস্ট এশিয়া’ শীর্ষক এক বাজার গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তৃতীয়বারের মতো প্রকাশিত এ গবেষণা প্রতিবেদনে গুগল বলছে, ২০২৫ সালের মধ্যে এ অঞ্চলের ডিজিটাল অর্থনীতি হবে ২৪০ বিলিয়ন ডলারের বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বড় ছয়টি দেশের মোট ইন্টারনেট গ্রাহক প্রায় ৩৫ কোটি যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার থেকেও বেশি। এ বছরের মধ্যে দেশগুলোর ডিজিটাল অর্থনীতি ৭২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

ডিজিটাল অর্থনীতির আকার বড় হওয়ার পেছনে অনলাইন ভিত্তিক ট্রাভেল ব্যবসা বড় ভূমিকা পালন করছে বলে মনে করে গুগল। এরপরই আছে ই-কমার্স, অনলাইন মিডিয়া এবং রাইড শেয়ারিং ব্যবসা।

গুগলের এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে ইন্দোনেশিয়ার ডিজিটাল অর্থনীতি ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করবে। গবেষণায় দেখা গেছে, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত দেশটির ডিজিটাল অর্থনীতি তিনগুণের বেশি বড় হয়েছে।

গুগলের এবারের প্রতিবেদনে এ অঞ্চলের রাইড শেয়ারিং ব্যবসার হালচাল নিয়েও বিস্তারিত তুলে ধরা হয়েছে। ২০১৫ সালে প্রতিদিন ১৫ লাখ ব্যবহারকারী এ ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করলেও ২০১৮ সালে এর পরিমাণ দাঁড়িয়েছে ৮০ লাখে। এ ছাড়া অনলাইন ভিত্তিক ফুড ডেলিভারি সেবাও ক্রমশই জনপ্রিয় হচ্ছে এ দেশগুলোয়।

এ অঞ্চলের দুই হাজারের বেশি কোম্পানি বিনিয়োগ সংগ্রহ করতে পেরেছে। বাজারমূল্য ১ কোটি থেকে ১০ কোটি ডলারের মধ্যে, এমন কোম্পানিগুলোই বিনিয়োগকারীদের বেশি আকৃষ্ট করতে পেরেছে বলেও মনে করে গুগল।

গবেষণা প্রতিবেদনটি তৈরিতে গুগলের সঙ্গে আরো কাজ করেছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান টেমাসেক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১