বাংলাদেশের খবর

আপডেট : ১৭ November ২০১৮

স্ত্রীর প্রেম ঠেকাতে না পেরে হত্যা স্বামীর স্বীকারোক্তি

স্ত্রীর প্রেম ঠেকাতে না পেরে হত্যা ছবি : সংগৃহীত


মেহেরপুরের গাংনীর খাসমহল গ্রাম থেকে গতকাল শুক্রবার ভোরে জাহানারা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। জাহানারা ওই গ্রামের রেজাউল হকের স্ত্রী ও আহম্মদ আলীর মেয়ে। পরকীয়ার অভিযোগ তুলে তাকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন স্বামী রেজাউল হক।

ঘাতক রেজাউল হক বলেন, ‘উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হোসেন আলীর ছেলে আখের আলীর সঙ্গে জাহানারার পরকীয়া প্রেম গড়ে ওঠে। বার বার বারণ করা সত্ত্বেও সে কর্ণপাত না করায় ১৫ দিন আগে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তারপরও জাহানারার সঙ্গে দেখা করে তার প্রেমিক। এতে রাগে ক্ষোভে তাকে হত্যা করেছি।’

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে স্বামী রেজাউলকে। পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করেছে বলে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন রেজাউল। তাকে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১