বাংলাদেশের খবর

আপডেট : ১৬ November ২০১৮

কিশোরগঞ্জ ৬ আসন

ভৈরবে বিএনপি’র কর্মীসভায় চাঙ্গা কর্মীরা

কর্মীসভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন নেতারা ছবি : ইন্টারনেট


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছে কিশোরগঞ্জের  ভৈরব উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ ১০ বছর ক্ষমতার বাহিরে থেকে অনেকটা নিস্তেজ হওয়া দলটি বিভিন্ন বাধার মুখে পড়ে এতদিন তাদের দলীয় কার্যক্রম করার সুযোগ পায়নি। নির্বাচনী তফসিল ঘোষণার পর ভৈরব বিএনপি তাদের পছন্দের প্রার্থী শরীফুল আলমকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে নেতাকর্মীরা এখন অনেকটাই চাঙ্গা।

নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার বিকেল তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুরস্থ বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই কর্মীসভায় শত শত দলীয় নেতাকর্মী ও ধানের শীষের সমর্থনকারী সচেতন ভোটারগণও বিএনপি কার্যালয়ে জমায়েত হয়। এ সময় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল।

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মীসভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভিপি মো: সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি হাজী মো: শহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান প্রমুখ।

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটারগণ যেন নিজের ভোটটি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই নিশ্চয়তা এবং ভোটের মাঠে নেতাকর্মীদেরকে কোনো প্রকার পুলিশি হয়রানি না করার দাবি জানান বক্তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১