আপডেট : ১৩ November ২০১৮
আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর দনিয়াস্থ এ কে স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে গতকাল সোমবার একটি টিম এ অভিযান চালায়। দুদকের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, হটলাইন নম্বরে (১০৬) এ মর্মে অভিযোগ আসে যে, এ কে স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা ২০১৯-এর ফরম পূরণে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিক অভিযানে যায় দুদক টিম। অভিযানকালে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ফরম পূরণে সরকার নির্ধারিত ফি নেওয়া হলেও একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে কোচিং, মডেল টেস্ট, শিক্ষক কল্যাণ তহবিল এবং বিবিধ খাতে সাকুল্যে অতিরিক্ত ৩৮০০ টাকা করে নেওয়া হচ্ছে। এবার এ প্রতিষ্ঠান থেকে ১১৩৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলেও জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এ সময় দুদক টিমের সদস্যরা কোচিং ফি, মডেল টেস্ট, শিক্ষক কল্যাণ এবং বিবিধ খরচের নামে যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তা তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে উপস্থিত ডেমরা অঞ্চলের থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মৌখিকভাবে অবহিত করেন। টিম আদায়কৃত অতিরিক্ত অর্থের মানি রিসিট এবং রেজিস্ট্রার বহির কপি সংগ্রহ করে। অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে দুদক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জাতীয় অভিযানের উদ্দেশ্য দুর্নীতি প্রতিরোধ এবং জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১