বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৮

হুমায়ূন আহমেদের ‘বোতল ভূত’


হুমায়ূন আহমেদের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুরন্ত টিভিতে প্র্রচার হবে বিশেষ টেলিছবি ‘বোতল ভূত’। হুমায়ূন আহমেদের ছোটগল্প অবলম্বনে নির্মিত টেলিছবিটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।  ১৩ নভেম্বর রাত ১০টায় দুরন্ত টিভিতে প্রচার হবে টেলিছবিটি।

গল্পে দেখা যাবে, হুমায়ুন নামের এক দুষ্টু ছেলে এই টেলিছবিটির কেন্দ্রবিন্দু। হুমায়ুন ছাত্র হিসেবে ভালো নয়। ক্লাসের ৩২ জনের মধ্যে ওর রোল ৩২। তবে ওদের ক্লাসে যে ছেলেটা একদম কথা বলে না, সে হলো মুনির। ও কিন্তু খুব ভালো ছাত্র। মুনির হুমায়ুনকে নিজে থেকেই জিজ্ঞেস করে, ভূত পুষবে নাকি? একদিন দেখতে অবিকল রবীন্দ্রনাথের মতো এক লোক বোতলে ভরে একটা ভূত উপহার দিল হুমায়ুনকে। এই ভূত আর হুমায়ুনকে নিয়েই ‘বোতল ভূত’-এর গল্প।

টেলিছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আবদুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ওয়াসেক, শাহ্নাজ সুমি, আফরোজা বেগম, মতিউর রহমান মতি, মো. ইব্রাহিম, প্রিনন, ঋত, জয়েত, নীল, জারিফ, অনিন্দ্য, নির্জন, আনন, ধ্রুব, জিহাদ, সায়রী, জয়শ্রী এবং তাহজীব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১