আপডেট : ০৮ November ২০১৮
                                
                                         সাবেক যোগাযোগমন্ত্রী ও মাদারীপুর-৩ আসনে চারবারের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন আবার নিজ আসনে নির্বাচন করবেন। তার পক্ষ থেকে মাদারীপুরের কালকিনিতে নৌকার পক্ষে চলছে ব্যাপক প্রচারণা। তার কর্মীদের মধ্য দেখা যাচ্ছে উৎসাহ-উদ্দীপনা। বিপুল কর্মী সমাগমের মাধ্যমে শোডাউন করেছেন কালকিনি উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক। গত শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের মস্তফাপুর থেকে কালকিনি পর্যন্ত এ শোডাউন করা হয়। এ সময় কালকিনি পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক আবুল কালাম আজাদ, শিল্পপতি এস এম হানিফ, উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ফরাজি, পৌর যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান মোল্লা, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, মাদারীপুর জেলা ছাত্রলীগ নেতা খাইরুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে মীর গোলাম ফারুক তার বক্তব্যে বলেন, কালকিনির মাটি ও মানুষের নেতা সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে আসবেন এ ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। কালকিনির গণমানুষের মনের ভাষা বুঝে প্রধানমন্ত্রী তাকে আবার কালকিনির মানুষের কাছে পাঠাবেন- এটা এখন সময়ের ব্যাপার। তবে কারো পক্ষে মনোনয়ন নিশ্চিত বলে যারা প্রচার করছে তারা মিথ্যা প্রচার করছে। আমরা বিশ্বাস করি কালকিনির সাধারণ মানুষ এখন অনেক সচেতন তাই তাদের মিথ্যা বলে কেউ ধোঁকা দিতে পারবে না।    
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১