বাংলাদেশের খবর

আপডেট : ০৬ November ২০১৮

ফুলবাড়ীতে বিজিবি অভিযানে ১০০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

বিজিবির ২৯ ব্যাটালিয়নের উদ্ধারকৃত ফেন্সিডিল ছবি : বাংলাদেশের খবর


দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের সদস্যরা গত সোমবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকেই আটক করা যায়নি।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম রেজাউর রহমান পিএসসি বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে নায়েক সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহল দল উপজেলার উপজেলার মহেশপুর পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চার কার্টুনে এক হাজার বোতল ফেন্সিডিল ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য চার লাখ টাকা। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১