আপডেট : ০৬ November ২০১৮
নিষেধাজ্ঞা কাটিয়ে অভিনয়ে ফিরেছেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। লিটু সাখাওয়াতের রচনায় সকাল আহমেদ পরিচালিত ‘ব্রেকিং নিউজ’ নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকে সারিকার বিপরীতে অভিনয় করেছেন আবদুন নূর সজল। বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন সকাল আহমেদ। তিনি বলেন, ‘সারিকা সংগঠনগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করে একটি চিঠি পাঠিয়েছে। ফলে সংগঠনগুলো তিন মাস পরেই সারিকার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ১ নভেম্বর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ভালোবাসা দিবসকে মাথায় রেখে আমরা ৩ ও ৪ নভেম্বর নাটকের চিত্রায়ণ করেছি।’ সকাল আহমেদ আরো বলেন, নবদম্পতির গল্পে নির্মিত হয়েছে নাটকটি। গল্পে মেয়েটাকে আমরা বাচাল চরিত্রে দেখতে পাব। কথা বন্ধ করার জন্য বিভিন্ন ফন্দি করে তার স্বামী। কিন্তু কোনোভাবেই কোনো সমাধান হয় না। বরং তাদের মধ্যে বিষয়টি নিয়ে সমস্যা বাড়তে থাকে। একপর্যায়ে মেয়েটার স্বামী মনোবিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ করলে মনোবিজ্ঞানী জানান, মেয়েটা মানসিক রোগী না। ও কথা বলতে পছন্দ করে। ঘটনাক্রমে মেয়েটা এক দিন তার স্বামীকে একটা সংবাদ দেয়। সংবাদটা দিয়ে মেয়েটা একদম চুপ হয়ে যায়। তারপর গল্প মোড় নেয় অন্যদিকে। এদিকে গত ১ আগস্ট থেকে সারিকার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল। অক্টোবরের মাঝামাঝি ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বরাবর ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন সারিকা। তার আবেদন বিচার বিশ্লেষণ করে ২৫ অক্টোবর সারিকার নিষেধাজ্ঞা তিন মাসে কমিয়ে আনে সংগঠনগুলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১