বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০১৮

রাবি শিক্ষার্থী থেকে ছিনতাইকালে আটক: ২

আটককৃত ছিনতাইকারী মমিনুল ইসলাম ও প্রিন্স ছবি : বাংলাদেশের খবর


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী থেকে ছিনতাইয়ের সময় দুই যুবককে আটক করেছে মতিহার থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৯ টায় নগরীর টিকাপাড়া গোরস্থান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মমিনুল ইসলাম (২১) ও প্রিন্স (১৬)। ছিনতাইয়ের শিকার ভূক্তভোগী ওই শিক্ষার্থী তাসকীফ আল তৌহিদ আরবী বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঘটনার বিবরণে তাসকিফ বলেন, সন্ধ্যায় আমি বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন ইবলিশ চত্বরের কোন দিকে জানতে চায়। এসময় দুইজন গলায় ছুরি ধরে ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। ফোন ফেরত চাইলে তারা আধঘন্টা পর তাদেরকে ফোন দিতে বলে। এসময় আমি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, রেজাউল করিম রাজু ও পুলিশদের জানাই।

সে আরও জানায়, আধঘন্টা পর ফোন দিলে ছিনতাইকারীরা আমাকে টিকাপাড়া গোরস্তানের নিকট আসতে বলে। সাদা পোশাকে পুলিশসহ সেখানে গেলে তারা দুজনকে হাতেনাতে ধরে এবং বাকি দুজন পালিয়ে যায়।

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ বলেন, তাসকীফ বিষয়টি জানালে পুলিশ নিয়ে আমরা সেখানে যাই। পরে তাদের ধরে এনে মতিহার থানায় নিয়ে আসি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসা শেষে প্রমাণ পাওয়ায় তাদের নামে মামলা করা হয়েছে। তারা এখন থানায় রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১