বাংলাদেশের খবর

আপডেট : ০৩ November ২০১৮

বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু


বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে আন্তঃ বিএসপিএ ক্রীড়া উৎসব ‘মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল’। সকালে আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে স্পোর্টস কার্নিভালের সাঁতারে প্রথম হয়েছে বাংলাদেশের খবর’র স্পোর্টস রিপোর্টার মো. কবিরুল ইসলাম। এ ইভেন্টে রানারআপ হন ইন্ডিপেন্ডেন্ট’র সিনিয়র স্পোর্টস রিপোর্টার আনোয়ার উল্লাহ ও তৃতীয় হয়েছেন সমকাল’র শামীম হাসান। অন্যদিকে, দাবা ইভেন্টে তৃতীয় হয়েছেন বাংলাদেশের খবরের স্পোর্টস রিপোর্টার মাহমুদুন্নবী চঞ্চল। আর চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছেন যথাক্রমে জাহিদ মুনীর কল্লোল ও আরিফ সোহেল।

এর আগে, সকালে বিএসপিএ কার্যালয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মাসুদ করিম স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের হেড অব স্পোর্টস ও অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন, বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহম্মেদ আনন্দ, সাবেক সভাপতি রানা হাসান, সিনিয়র সদস্য কামরুন নাহার ডানা, স্পোর্টস কমিটির চেয়ারম্যান কাজী শহিদুল আলম, সদস্য সচিব মুজিবুর রহমান, বিএসপিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন আশরাফ, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, নির্বাহী সদস্য সাহাব উদ্দিন সাহাব, সাবেক সাধারণ সম্পাদক আরিফ সোহেলসহ অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১