আপডেট : ০৩ November ২০১৮
সম্প্রতি আইওএসের নতুন সংস্করণ আইওএস ১২.১ উন্মুক্ত করেছে অ্যাপল। আগের কিছু ত্রুটির সমাধান দেওয়া ছাড়াও একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে সংস্করণটিতে। তবে এরই মধ্যে নতুন এ সংস্করণের কিছু নিরাপত্তাত্রুটি পাওয়া গেছে। জানা গেছে, এ নিরাপত্তাত্রুটির কারণে যে কেউ আইফোনে থাকা কন্টাক্ট লিস্টে প্রবেশ করতে পারবে। এর জন্য ফোন আনলক করারও প্রয়োজন পড়বে না। নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, থ্রিডি টাচ ফিচার রয়েছে, এমন আইফোন লক থাকা অবস্থায় সিরির মাধ্যমে অন্য আইফোন ব্যবহারকারীকে কল করার পর এয়ারপ্লেন মোড চালু করে এখান থেকে খুব সহজেই অন্য কাউকে কন্টাক্ট লিস্টে প্রবেশাধিকার দেওয়া সম্ভব। এরই মধ্যে ত্রুটির বিষয়ে বিস্তারিত জানিয়ে ইউটিউবে ভিডিও প্রকাশ করেছেন একাধিক ইউটিউবার। তবে এ ত্রুটির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি অ্যাপল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১