বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০১৮

বাংলাদেশের খবরের বান্দরবান প্রতিনিধি কাসেমী আর নেই

বাংলাদেশের খবরের বান্দরবান প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এনামুল হক কাসেমী সংগৃহীত ছবি


বাংলাদেশের খবরের বান্দরবান প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এনামুল হক কাসেমী আর নেই। বুধবার সকাল ১০টায় বান্দরবান পার্বত্য নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল (৫৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়া গ্রামের মরহুম হাজী পুতুন আলীর প্রথম পুত্র এনামুল হক কাসেমী দীঘদিন যাবত বান্দরবানে স্থায়ীভাবে বসবাস করতেন।

কর্মময় জীবনে এনামুল হক কাসেমী দৈনিক সংবাদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দৈনিক যুগান্তর, দৈনিক আজাদী, দৈনিক নতুন বাংলাদেশ ও সর্বশেষ বাংলাদেশ খবরের বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিক কাসেমীর অকাল মৃত্যুতে বাংলাদেশের খবরের পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এছাড়া তার মৃত্যুতে বান্দরবান প্রেসক্লাব ও চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১