বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০১৮

রাবিতে প্রক্সির দায়ে এক বছরের জেল

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক রানী খাতুনের ভ্রাম্যমাণ আদালত আটক শিক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দেন সংগৃহীত ছবি


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে এক শিক্ষার্থীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাকে এক বছরের কারাদণ্ড ও অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বি-২ ইউনিটের পরীক্ষা চলাকালীন পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০-এর ৩ ধারা মোতাবেক তাকে খ নং উপধারায় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক রানী খাতুনের ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। ওই শিক্ষার্থীর নাম মনসুর। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ সেশনের সাবেক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে আজ সকাল ৮টায় বাণিজ্য অনুষদের অধীন অবাণিজ্য গ্রুপ বি-২-এর পরীক্ষা ছিল। আলামিন নামের এক ভর্তিচ্ছু যার রোল-৫৩২৬৫-এর হয়ে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসে পরিদর্শকের হাতে ধরা পড়ে মনসুর।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, পরীক্ষায় প্রক্সির বিষয়ে জানতে পেরে সেখানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১