আপডেট : ২৩ October ২০১৮
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই জন ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার ভোরে বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক মো. জাহাঙ্গীর (৩৫) ও তার সহকারী আব্দুর রশিদ (৩৫)। এ ঘটনায় আহত ব্যক্তির নাম এ ঘটনায় বদরুল। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল সরকার জানান, ভোরে বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক ও সহকারী নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও মৃতদেহ উদ্ধার করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১