আপডেট : ২৩ October ২০১৮
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে উদ্ধার চার লাশেরই পরিচয় মিলেছে। এদের মধ্যে একজনের বাড়ি ফরিদপুরে এবং বাকি তিনজনের বাড়ি পাবনায়। স্বজনদের দাবি গত ১৫ অক্টোবর ভুলতার গাউছিয়া থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাদের। গত রোববার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী ফকিরবাড়ি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় ওই চারজনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ দুটি পিস্তল ও একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়। ওইদিন বিকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে উদ্ধার হওয়া মাইক্রোবাসটির চালক লুৎফর রহমানের মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী রেশমা বেগম। আর গতকাল সোমবার পাবনা সদর উপজেলার ধর্মগ্রামের জহিরুল (৩০), একই গ্রামের ফারুক প্রামাণিক (৩৫) ও সবুজ সরদারকে (২০) শনাক্ত করেন তাদের স্বজনরা। এদিকে এ ঘটনায় আড়াইহাজার থানায় আলাদা দুটি মামলা হয়েছে। এসআই রফিকউদ্দৌলা বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। নিহতদের মধ্যে ফারুক প্রামাণিকের বাবা জামাল প্রামাণিক জানান, ফারুক ঢাকা-গাউছিয়া রুটে বাস চালাতেন। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। কিন্তু গত ১৫ অক্টোবর ভুলতার গাউছিয়া থেকে ফারুকসহ চারজনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে খবর পান তিনি। এর পর থেকে ছেলের আর কোনো খোঁজ পাচ্ছিলেন না। গণমাধ্যমে খবর আর ছবি দেখে হাসপাতালে এসে তিনি ছেলের লাশ শনাক্ত করেন। সবুজ সরদারের বাবা খায়রুল সরদার জানান, সবুজ গ্রামের বাড়িতে বেকারির কারিগর হিসেবে কাজ করত। বাড়তি আয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি বেকারিতে কাজ নেওয়ার কথা বলে ১৫ অক্টোবর ঢাকায় আসে সে। এর পর থেকেই তার মুঠোফোনটি বন্ধ ছিল। জহিরুলের লাশ শনাক্ত করেন শ্বশুর নজরুল ইসলাম। তিনি জানান, পাবনা থেকে এসে রূপগঞ্জের ভুলতায় সবুজদের সঙ্গে একই বেকারিতে কাজ নেওয়ার কথা বলেছিল জহিরুল। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, ডাকাত বা সন্ত্রাসীদের কোন্দলে ওই চারজন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১