আপডেট : ২৩ October ২০১৮
আলোচিত হলমার্ক কেলেঙ্কারি মামলার আসামি সোনালী ব্যাংকের এজিএম এজাজ আহমেদের জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ছয় মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেত্বত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী তৌসিফ হোসেন। পরে আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় ছয়টি মামলায় আসামি এজাজ আহমদকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। এ জামিন বাতিল চেয়ে দুদক আপিল করলে শুনানি শেষে জামিন বাতিলের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।’ ২০১৪ সালে হলমার্কের সহযোগী দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা ১৪ মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে সোনালী ব্যাংকের এজিএম এজাজ আহমেদ বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্ত হন। ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় হলমার্কের চেয়ারম্যান তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে দুদক। মামলায় ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১