 
                        আপডেট : ১২ October ২০১৮
 
                                
                                         আবারো ওপার বাংলার আকাশ সেনের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন কনা। দুর্গোৎসব উপলক্ষে ‘ঢাকাইয়া মাইয়া কলকাতার বাবু’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা ও সুর করেছেন নাজির মাহমুদ। গানের ভিডিওতে অংশ নিয়েছেন মডেল সামিয়া হক। বিকে শাহীন খানের পরিচালনায় জেডএস এন্টারটেইনমেন্টে প্রকাশিত হয়েছে গানটি। প্রকাশিত গানে পুরান ঢাকার ভাষায় কণ্ঠ দিয়েছেন কনা। আকাশ সেন গেয়েছেন কলকাতার ভাষায়। গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘পুরান ঢাকার ভাষায় প্রথমবারের মতো গান গেয়ে ভীষণ মজা পেলাম। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি’ আকাশ সেন বলেন, ‘বাংলাদেশে ইতঃপূর্বে বেশকিছু গান গেয়েছি। তবে, এবারের গানটির কথা, সুর, সঙ্গীত ও ভিডিওর আয়োজন ভীষণ ভালো লেগেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১