আপডেট : ১০ October ২০১৮
বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিলম্বিত এ রায়ে আমরা অখুশি নই। তবে পুরোপুরি সন্তুষ্টও নই। এই হামলার যে পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।’ তিনি বলেন, ‘অপারেশন চালানোর জন্য তারেক রহমানের নির্দেশ ছিল। মুফতি হান্নান নিজেই এ নিয়ে স্বীকারোক্তি দিয়েছিলেন।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, ‘রায়ে আমি অখুশি নই। ১৪ বছর পর রায় ঘোষিত হয়েছে। এজন্য আদালতকে ধন্যবাদ জানাই। পঁচাত্তর-পরবর্তী সময়ে ঘৃণ্যতম রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারের জন্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে, তার সরকারের আন্তরিকতা না থাকলে মামলার রায় হতো না। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বর্বরতম হামলার ঘটনা ঘটলেও তখনকার সরকার বিচারের নামে প্রহসন করেছে। জজ মিয়া নাটক সাজিয়েছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১