আপডেট : ০৫ October ২০১৮
                                
                                         চট্টগ্রামের মিরসরাইয়ে সন্দেহভাজন জঙ্গিদের একটি আস্তানা ঘিরে র্যাবের অভিযান চলছে। অভিযানে ব্যাপক গোলাগুলি ও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশেই জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রামে ওই বাড়িটির অবস্থান। একতলা ওই বাড়ি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা। তবে গোলাগুলি ও বিস্ফোরণে হতাহতের বিষয়ে কোনো তথ্য র্যাব কর্মককর্তারা জানাতে পারেননি। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে জানান, ঢাকা থেকে বোমা নিস্ক্রীয়করণ দল এসে বাড়ির ভেতরে তল্লাশি করে দেখছে। তল্লাশি শেষ হলে হতাহতের সংখ্যা বলা যাবে। র্যাব-৭ এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বলেন, ‘চৌধুরী ম্যানশন নামের ওই বাড়িতে জঙ্গিদের অবস্থানের খবর ছিল র্যাবের কাছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে র্যাব ওই বাড়ি ঘিরে ফেলার পর ভেতর থেকে গুলি চালানো হয়। তখন র্যাব দূরে সরে আসে। তারপর দীর্ঘ সময় গোলাগুলি চলে। পরে ভোরের দিকে ওই বাড়িতে বেশ কয়েকটি বিস্ফেরণ ঘটে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১