বাংলাদেশের খবর

আপডেট : ২৩ September ২০১৮

চট্টগ্রামে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২


চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় প্রাইভেট কার, মাইক্রো বাস ও  অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত দেড়টার দিকে নগরীর পাঁচলাইশ থানার কাছে পাহাড়ের ওপর স্থাপিত কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টার থেকে একটি মাইক্রোবাস নিচের দিকে নামার সময় বিপরীতমুখী একটি প্রাইভেট কার ও একটি অটোরিক্সার সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার ও অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায় এবং কারের ভেতরে থাকা মো. ফারদিন (১৮) ও অটোরিক্সা চালক মো. হানিফ (৪০) গুরুতর আহত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন চার্জ জহিরুল ইসলাম জানান, রাত দুইটার দিকে গুরুতর আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোররাতের দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত মো. ফারদিন নগরীর জিইসি মোড় বাটা গলি এলাকার মো. আবুল বশরের ছেলে এবং অটোরিক্সা চালক হানিফ হালিশহর ব্রিকফিল্ড এলাকার মো. মুস্তফার ছেলে বলে পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১