আপডেট : ১৯ September ২০১৮
নাগরপুরে নৌকাবাইচ দেখতে যাওয়ার পথে নৌদুর্ঘটনায় মারা গেছেন যুবক সোনা মিয়া (৩৫)। সোমবার বিকালে ধলেশ্বরীর শাখা নদীর গোপিনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। সোনা মিয়া উপজেলার কোকাদাইর গ্রামের হযরত আলীর ছেলে। নাগরপুর থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান, গত সোমবার বিকালে নৌকায় উপজেলার চৌদ্দখাদা নদীতে বাইচ দেখতে যাওয়ার পথে ধলেশ্বরীর শাখা নদীর গোপিনাথপুরে বাইচের এক নৌকার সঙ্গে সংঘর্ষে সোনা মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১