আপডেট : ১৮ September ২০১৮
প্রশাসনের পাঁচজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় দায়িত্ব পালন করে আসা এই পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব পদে পদোন্নোতি প্রাপ্তরা হলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মহিবুল হক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আকরাম-আল-হোসেন এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. মোশারফ হোসেন। নিয়ম অনুযায়ী পদোন্নতি পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর দুইটি আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১