বাংলাদেশের খবর

আপডেট : ১৪ September ২০১৮

কচুয়ায় বজ্রপাতে শ্রমিক নিহত

বজ্রপাত প্রতীকী ছবি


কচুয়ায় বজ্রপাতে শ্রমিক নিহত। তার নাম মাছুম বিল্লাহ (২৮)। সে পেশায় এক শ্রমিক। একই ঘটনায় আহত হয়েছে আরো দুই জন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কচুয়ার চাংপুর উত্তর মাঠে এ ঘটনা ঘটে। নিহত মাসুম তেগুরিয়া-চাংপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

আহতরা হচ্ছেন রাসেল (২৪) ও আমির (২৩) নাম। প্রাথমিক ভাতে তাদের হাসপাতাল নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাংপুর গ্রামের ফারুক হোসেনের ড্রেজার মেশিনে বালু উত্তোলনের কাজ করতে যান মাসুম ও তার দুই সহকর্মী। এ সময় বজ্রপাতে তারা আহত হন। স্থানীয় লোকজন ছুটে এসে তাদের দ্রুত সাচার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাসুমের মৃত্যু হয়।

সাচার সেন্ট্রাল হাসপাতালের পরিচালক আবদুর রশিদ নিয়াজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেয়ার আগেই মাসুমের মৃত্যু ঘটে। আহত অপর দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন। তারা শঙ্কামুক্ত আছেন।

এ ঘটনায় নিহতের মামা রুহুল আমিন জানান, মাসুম ও তার সহকর্মীরা চাংপুর গ্রামের ফারুক হোসেনের ড্রেজার মেশিনে কাজ করত। যথারীতি আজকেও তারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে কাজে যোগদান করে। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে তারা দৌড়ে বাড়ি আসতে থাকে। পথেই বজ্রপাতে মাসুমের মৃত্যু হয়।

আহত দুজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখন ড্রেজার মালি ফারুক হোসেনের বাড়িতে অবস্থান করছেন বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১