আপডেট : ১০ September ২০১৮
                                
                                         চট্টগ্রাম নগরীর হালিশহর থানার নাহাদাতুল উম্মে মাদ্রাসায় শাহরিয়ার আলম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শাহরিয়ার এই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।  রোববার মধ্যরাতে নয়াবাজারের মসজিদ গলি এলাকার মাদ্রাসাটির ছাত্রাবাসে ওই ছাত্রের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই জহির বিষয়টি নিশ্চিত করেন।  শাহরিয়ারের বাসা নগরীর এনায়েতবাজার এলাকায়। তাদের গ্রাম কুমিল্লার লাকসামে। তার বাবার নাম শাহীন আলম। এসআই জহির জানান, রোববার রাত ১২টার দিকে নাহাদাতুল উম্মে মাদ্রাসা থেকে শাহরিয়ার নামে এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় নিয়ে আসে ওই মাদ্রাসার এক শিক্ষক। পরে শাহরিয়ারের মা ও বোন মেডিকেলে উপস্থিত হন। হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গলায় লুঙ্গি পেঁচিয়ে বাথরুমে শাহরিয়ার আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার বিস্তারিত জানা যাবে। শাহরিয়ারের বড় বোন শারমিন আক্তার দাবি করেন, আমার ভাইকে পিটিয়ে হত্যার পর তারা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসে। আসার পথে আমাদের খবর দেয় শাহরিয়ার অসুস্থ। আমরা হাসপাতালে গিয়ে দেখি আমার ভাইকে লাশ রাখার ঘরে শুইয়ে রাখা হয়েছে। মাদ্রাসার লোকজনই আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। তিনি আরো বলেন, ১৪ বছরের বয়সের বাচ্চা কেন আত্মহত্যা করবে? পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার না করেই বলে দিচ্ছে সে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার না করে, তদন্ত না করে কিসের ভিত্তিতে পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে?  এ বিষয়ে জানতে নাহাদাতুল উম্মে মাদ্রাসার অধ্যক্ষের মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি। 
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১