বাংলাদেশের খবর

আপডেট : ২০ August ২০১৮

গরুর ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৬ জনের মৃত্যু

বিদেশ ফেরত এক প্রবাসী আত্মীয়কে চট্টগ্রাম বিমানবন্দর থেকে আনতে যাওয়ার পথে গরুর ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৬ জনের মৃত্যু সংগৃহীত ছবি


ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুর ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ২ শিশু, ৩ নারীসহ ৬ জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

রোববার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি লক্ষ্মীপুর থেকে বিদেশ ফেরত স্বজনকে আনতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে ইউটার্ন নেয়ার সময় গরুবোঝাই একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে খাদে পড়ে যায়

নিহতরা হলেন- মাইক্রোচালক লক্ষীপুরের রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের সিরাজ মোল্লার ছেলে শরিফ রহমান (৪২), সদরের চন্দ্রগঞ্জের মান্দারী গ্রামের মৃত নুর মোহাম্মদের মেয়ে জাহান আরা বেগম (৫০), রুমি (৩৫), পপি (১৩), শুভ (৮) ও রুমন (২)।

আহতদের মধ্যে রয়েছেন-রায়পুরের কৃষ্ণপুর গ্রামের মৃত চৌধুরী মিয়ার ছেলে আব্বাস উদ্দিন (৩৭), মান্দারী গ্রামের নুরুজ্জামানের ছেলে রাজু (২২), লামছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়াজ (২৪), আবুল কালামের ছেলে শাহ আলম (২২) ও আক্তার (৫০)।
এ তথ্য নিশ্চিত করেছেন মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মাহবুব আলম। তিনি বলেন, নিহতদের মধ্যে দু’জন শিশু আর তিনজন নারী। তারা সবাই পরস্পরের আত্মীয়।

আহতদের ফেনী সদর হাসপতাল এবং চট্টগ্রামের মীরসরাই বারৈয়ারহাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১