 
                        আপডেট : ১৯ August ২০১৮
 
                                
                                         আগামী বুধবার ঈদুল আজহা। গত কয়েকদিন ধরে চলা ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠছে মানুষের। এই গরম থেকে রক্ষা পেতে মানুষ একটু বৃষ্টির আশা করছেন। কিন্তু বৃষ্টির দেখা নেই। এখন মনের মধ্যে উঁকি দিচ্ছে ঈদের দিনের আবহাওয়া নিয়ে। ঈদের দিন কি গরম পড়বে নাকি বৃষ্টি হবে। নাকি মন ভালো করার মতো আবহাওয়া থাকবে। মন খারাপ আর স্বস্তি সবটা মিলেমিশে করা একটা আবহাওয়া হয়তো ঈদের দিন পাবে। আবহাওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপও সৃষ্টি হতে পারে। এটির ওপর নির্ভর করছে ঈদের দিনসহ আগামী কয়েকদিন বৃষ্টি হওয়া না হওয়া। তবে, ঈদের দিন ভারি বৃষ্টি হতে পারে। সেদিন রোদ এবং তাপমাত্রাও বেড়ে যাবে খানিকটা। আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদফতর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১