বাংলাদেশের খবর

আপডেট : ০২ August ২০১৮

শাজাহান খানকে আইনি নোটিশ

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ছবি: সংগৃহীত


নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবিধানিক পদে থেকেও কোন ক্ষমতাবলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি পদে আছেন- তা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া।

আইনি নোটিশে বলা হয়, দেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুসারে ২০১৪ সালের ১২ জানুয়ারি শাজাহান খান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সাংবিধানিক পদে থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি পদে থাকা কেন বেআইনি ও নৈতিকতা-বিরোধী হবে না, তা নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় নৌপরিবহনমন্ত্রীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গের অভিযোগে উচ্চ আদালতের আশ্রয় নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১