বাংলাদেশের খবর

আপডেট : ২৯ July ২০১৮

উদীচীর রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ছবি: সংগৃহীত


বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী। উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্ত বিষয়ে পৃথকভাবে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী নগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।

অধ্যাপক সফিউদ্দিন আহমদ বলেন, ‘রবীন্দ্রনাথ মানুষে মানুষে মিলনের কবি, বৈশ্বিক চেতনায় আলোকিত সর্বমানবিকতার কবি।’ নজরুল রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। অধ্যাপক বদিউর রহমান বলেন, ‘নজরুল মানুষের কবি, মানবতার কবি, দ্রোহের কবি ও প্রেমের কবি। সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে রবীন্দ্রনাথ ও নজরুলকে বিবেচনা করা অত্যন্ত দুঃখজনক।’

কামাল লোহানী বলেন, ‘আমাদের আদর্শিক বন্ধু হিসেবে আমরা এই তিন কবিকে স্মরণ করেছি। কিন্তু স্বাধীনতাযুদ্ধের পর রাষ্ট্রীয়ভাবে রবীন্দ্রনাথ নজরুলকে স্মরণ করা হলেও সুকান্ত উধাও, যা খুব দুঃখজনক। নজরুলকে জাতীয় কবি হিসেবে ঘোষণার মাধ্যমে তাকে ছোট করা হয়েছে। কারণ তিনি বিশ্বমানবতা ও বিদ্রোহের কবি।’

অনুষ্ঠানের শুরু এবং শেষে তিন কবির রচিত গান, কবিতা আবৃত্তি ও গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন উদীচীর বিভিন্ন শাখার শিল্পীরা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১