 
                        আপডেট : ২৫ July ২০১৮
 
                                
                                         আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, মহুরি, হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এর ফলে চট্টগ্রাম, ফেনী, বান্দরবান ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বাংলাদেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অঞ্চলসমূহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল স্থিতিশীল রয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। গঙ্গ-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। এছাড়া ২৪ ঘণ্টায় উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের তিস্তা, ধরলা, সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। আজ সকাল ৯টার তথ্য অনুযায়ী ৫২টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৩৭টি নদীর। অপরিবর্তিত আছে ৫টি নদীর পানি। বিপদসীমার উপরে রয়েছে ১টি। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ২২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া লামায় ১৭২, বান্দরবানে ১৫৫, ভ্যাগ্যকূলে ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১