আপডেট : ২৪ July ২০১৮
কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গত সপ্তাহে দায়ের করা ওই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। এ আদেশের ফলে আগামীকাল ওই আসনের নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। গত ১৮ জুলাই কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্ট রিট দায়ের করেন কুড়িগ্রাম-৪ আসনের এক বাসিন্দা। ওই বাসিন্দার পক্ষে আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম এ রিট আবেদনটি দায়ের করেন। আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, রিট আবেদনকারী এস এম মোস্তাফিজুর রহমান রমনা ইউনিয়নের বাসিন্দা। ৩০ এপ্রিলের গেজেট মতে তিনি কুড়িগ্রাম-৪ এর বাসিন্দা হলেও এ নির্বাচনে তাকে ভোট দিতে বলা হয়েছে কুড়িগ্রাম-৩ এ। তাই তিনি এর বৈধতা চ্যালেঞ্জ করেছেন। এ অবস্থায় নির্বাচনও স্থগিত চাওয়া হয়। আজ রিটটি সরাসরি খারিজ করে দিয়েছে আদালত। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ মতিন এবং জাপার প্রার্থী ডা. আক্কাছ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১