বাংলাদেশের খবর

আপডেট : ২৪ July ২০১৮

নেত্রকোনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন

নেত্রকোনায় ডাকাতি করতে গিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত ছবি: প্রতীকী


নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার আদমপুর গ্রামে ডাকাতি করতে গিয়ে চয়ন সরকার নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় আরো ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার নেত্রকোণা জেলা ও দায়রা জজ এ কে এম রাশেদুর জামান রাজা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ওসমান গণি, কাউসার আহমদ ও তাহের। আসামিদের মধ্যে পাঁচজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।  আর বাকিরা পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালে ৪ সেপ্টেম্বর রাতে খালিয়াঝুড়ি উপজেলার আদমপুর গোয়ালবাড়ি গ্রামের কয়েকটি বাড়িতে ডাকাতরা হামলা চালায়।গ্রামবাসী টের পেয়ে ডাকাতদের ঘেরাও করলে ডাকাতরা গুলি করে। তখন স্থানীয় মনোরঞ্জন সরকারের ছেলে চয়ন সরকার ডাকাতদের গুলিতে নিহত হন।

মনোরঞ্জন ওই রাতেই থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন। এরপর ২০১৩ সালের ২০১৩ সালের ২৪ জানুযারি ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।     

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট সাইফুল আলম প্রদীপ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল লতিফ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১