 
                        আপডেট : ১৯ June ২০১৮
 
                                
                                         ঈদ উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের কার্যক্রম ফের শুরু হয়েছে। আমদানি রফতানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। পণ্যবাহী ভারতীয় ট্রাক সকাল থেকে ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করে। ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার রেজাউল হক জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে যথারীতি শুরু হয়েছে ভোমরা স্থল বন্দরের আমদানি রফতারি কার্যক্রম। তিনি জানান, ঈদের ছুটিতে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১