 
                        আপডেট : ২৬ May ২০১৮
 
                                
                                         রমজানের ২০ তারিখের মধ্যেই পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে কয়েকটি শ্রমিক সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল শুক্রবার সকালে পৃথক মানববন্ধন ও মিছিল-সমাবেশে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এ দাবি জানায়। মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, শ্রমিকদের বেতন-বোনাস ২০ রোজার মধ্যে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সেই সঙ্গে জুলাইয়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা ঘোষণারও দাবি জানাচ্ছি। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধনে সংগঠনটির সভাপতি আহসান হাবীব বুলবুলের সভাপতিত্বে সহসভাপতি খালেকুজ্জামান লিপন বক্তব্য দেন। একই সময় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। তারাও ২০ রোজার মধ্যে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন বলেন, ঈদ বোনাস কোনো দয়া বা প্রথা নয়, এটি শ্রমিকদের আইনত অধিকার। তাই ২০ রোজার মধ্যে সব শ্রমিকের বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এদিকে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের মানববন্ধনে ২৫ রোজার আগে পোশাক শ্রমিকদের বোনাস এবং বেতন-ভাতা পরিশোধের দাবি জানানো হয়। এ ছাড়া রাজধানীর তুরাগ থানায় অবস্থিত মাসটেক্স কারখানাটি দ্রুত চালুর দাবি জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১