 
                        আপডেট : ১৭ May ২০১৮
 
                                
                                         আশরাফুল ইসলামের হ্যাটট্রিকের সুবাদে শক্তিশালী আবাহনী লিমিটেড ৫-০ গোলের সহজ ব্যবধানে ওয়ারী ক্লাবকে পরাজিত করে। গতকাল বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগের ম্যাচে দিনের অপর ম্যাচে সাধারণ বীমা ক্রীড়া সংস্থা ৬-১ গোলে হারিয়ে দেয় আজাদ স্পোর্টিং ক্লাবকে। দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনী প্রথম থেকেই ওয়ারীর বিরুদ্ধে আক্রমণ চালাতে থাকে। ম্যাচের ১১ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করে আবাহনীকে এগিয়ে দেন। ২৩ মিনিটের সময় গুনাশেখার মালয়ালান একটি ফিল্ড গোল করেন। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আশরাফুল। এর ২ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে আরো একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আশরাফুল। ম্যাচের ৬৩ মিনিটে আবাহনীর হয়ে পঞ্চম ও শেষ গোলটি করেন তাজউদ্দিন আহমেদ। অপর ম্যাচে বীমার যোগা সিং তিনটি গোল করে হ্যাটট্রিক করেন। আর একটি করে গোল করেন আবদুল্লাহ আল মনসুর, ফয়সাল হোসেন ও জগজিৎ সিং। আজাদের একমাত্র গোলদাতা রোহান সাব্বির।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১