 
                        আপডেট : ৩০ April ২০১৮
 
                                
                                         সকাল সাড়ে এগারটার দিকে ঢাকা ও তার আশেপাশের এলাকায় দিনের আলো ঢেকে যায় গভীর অন্ধকারে। এসময় আকাশ গর্জন করে ভারি বর্ষন শুরু হয়। বিবিসি জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের আভাসও দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আভাসে বলা হয়েছে সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টা অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত ঝড়, দমকা হাওয়া ও সেইসাথে ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিরও অাশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও নোয়াখালীসহ দেশের প্রায় সর্বত্রই ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার চেয়েও বেশি গতিতে কালবৈশাখী ঝড় হাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে প্রচণ্ড গর্জনের সাথে ভারি ও মাঝারি রকমের বৃষ্টি হচ্ছে সারাদেশেই । সেইসাথে কয়েকদিনে বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে বহু মানুষের। রবিবারেই মারা গেছে অন্তত ১৬ জন। এক মাসে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা পঞ্চাশ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যমের খবরে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১