আপডেট : ৩০ April ২০১৮
                                
                                         ২০১৯ সালের ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপ ক্রিকেটের লিগ পর্বে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের ভারত-পাকিস্তান ম্যাচটি নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখনই তুঙ্গে। তাই ওই ম্যাচের খেলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখতে উদগ্রীব হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। আর ওই ম্যাচের টিকেটের মূল্য আইসিসি নির্ধারণ করেছে সর্বোচ্চ ২৩৫ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার ৮৬৯ টাকা। সর্বনিম্ন দামের টিকেটও রয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ২০০ টাকা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের টিকেটের মূল্য চারটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ। এর মধ্যে প্লাটিনাম স্তরের টিকেটের দাম সবচেয়ে বেশি। ব্রোঞ্জ স্তরের টিকেটের দাম সর্বনিম্ন। ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে দাম বেশি বিশ্বকাপের ফাইনালের টিকেট। ১৪ জুলাই ঐতিহ্যবাহী লর্ডসের ফাইনালের জন্য টিকেটের মূল্য সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে ৩৯৫ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৪৬ হাজার ৩৭৪ টাকা। সর্বনিম্ন টিকিটের মূল্য ৯ হাজার ৮০০ টাকা। ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরে ১০টি দল অংশ নেবে। ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ১২তম ওয়ানডে বিশ্বকাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১