আপডেট : ৩০ April ২০১৮
                                
                                         ইতালির সিরি এ’র শিরোপা লড়াইয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে হিগুয়েইনের গোলে নাটকীয় এক জয় পেয়েছে জুভেন্টাস। শুরুতে এগিয়ে থাকা জুভেন্টাস শেষ তিন মিনিটে দুই গোল করে ইন্টার মিলানকে হারিয়েছে ৩-২ ব্যবধানে। শিরোপা লড়াইয়ে জুভেন্টাসকে চোখ রাঙানি দিচ্ছিল নাপোলি। আগের ম্যাচে তাদের হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের ফিরিয়ে এনেছিল। মিলানকে হারিয়ে ফের পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। খেলার ১৩ মিনিটে ডগলাস কস্তার গোলে এগিয়ে ছিল জুভেন্টাস। ১৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়ে চাপে পড়ে ইন্টার। ভয়াবহ ফাউল করে লাল কার্ড দেখেন ভাচিনো। তাতেও তাদের দমানো যায়নি। উল্টো দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ইকার্দির গোল ও ৬৫ মিনিটে জুভেন্টাসের আত্মঘাতী গোলে স্কোর দাঁড়ায় ইন্টারের পক্ষে ২-১। খেলা ধীরে ধীরে পরিণতির দিকেই যাচ্ছিল, এমন সময় শেষ তিন মিনিটের ব্যবধানে জুভেন্টাসকে খেলায় ফেরান প্রতিপক্ষের স্ক্রিনিয়ার। তার আত্মঘাতী গোলে স্কোর হয় ২-২। ৮৯ মিনিটে জুভেন্টাসকে জয়ের উপলক্ষ পাইয়ে দেন আর্জেন্টাইন বিশ্বকাপ তারকা গনজালো হিগুয়েইন। দীর্ঘদিন গোলখরায় থাকা এই তারকা অবশেষে স্কোরের দেখা পেলেন এই গোল করে। ৩৫ ম্যাচে শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৮৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে নাপোলির সংগ্রহ ৮৪ পয়েন্ট।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১